স্টাফ রিপোটারঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১৩ নং কামারদহ ইউনিয়ন পরিষদে বকচর খা পাড়া মোঃ মজিদ (৬৫) এর একমাত্র ছেলে মেহেদী হাসান বাবু (বুলেট) আজ মঙ্গলবার বিকাল ২;৩০ মিনিটে নিজ গৃহে মানসিক ভারসাম্য হারিয়ে গলায় ওরনা দিয়ে আত্মহত্যা করে।
তার বাবা মা ও এলাকার লোকের সাথে কথা বলে জানা জায় সে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে।
অসৎ সঙ্গের সাথে জড়িয়ে মাদক আসক্ত হয়। কিছুদিন জেলেও থাকে, এলাকায় অসৎ বন্ধধুদের সাথে অবাদ মেলা মেশা ও প্রেম ভালোবাসা তাকে মৃত্যুর দিকে ধাবিত করল।
বাবা মা কিছুতেই তার মৃত্যু মেনে নিতে পারছে না তার অকাল মৃত্যুতে সবাই শোকাহত।

পোষ্টটি লিখেছেন: admin

এই ব্লগে 152 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *