আজ বগুড়ার গোকুল সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয়ে স্থাপিত ”কিশোরী ক্লাবের ক্লাস শেষে কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার সিরাজাম মনিরা নিপার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাব কো- অডি’নেটর মোছাঃ হাজেরা বেগম (ইউ,পি সদস্য,গোকুল- ৪’৫’৬ নং ওয়াড’)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্লাবের আবৃতি টিচার শাহাদত হোসেন ও ছাত্রী বৃন্দরা।