দিনাজপুরের বিরামপুরে ফেনসিডিল খেতে এসে খেলনা পিস্তল ও টিপ চাকু সহ ২ যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের দেখানো জায়গা থেকে ৯ বোতল ফেনসিডিল ও এক ব্যাগ খালি বোতল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, রংপুর কোতয়ালী থানার মুন্সিপাড়া এলাকার ফজলুল হকের ছেলে নাইমুল হক নাইম (২৮) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পুরাতন বাবুপাড়া এলাকার ডাঃ শেখ নবাব আলীর ছেলে শেখ সাদাব বাবু (২৭)।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এসময় আটককৃতদের থেকে দুটি খেলনা পিস্তল, একটি টিপ চাকু এবং তাদের দেখানো জায়গা থেকে ৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও এক ব্যাগ খালি বোতল উদ্ধার করা হয়। ওসি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক রবিবার সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।