মোঃ আবেদ আলীঃ  দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ উপজেলার ভোগনগর, নিজপাড়া ও মোহনপুরসহ ৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নারীসহ ১৯ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
গত শনিবার দিবাগত রাতে বীরগঞ্জ থানার এসআই এনামুক হকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামের লোকমান হাকিম (৩২) লাবু ইসলাম (২২) মোহাম্মদপুর গ্রামের রাসেল রানা (২১), কাশিমপুর গ্রামের শাহিন ইসলাম (২১), দেবীপুর গ্রামের শফিকুল ইসলাম (২৮), শম্ভুগাঁও গ্রামের শহিদুল ইসলাম (৩০), নজরুল ইসলাম (১৮), আরিফ হোসেন (১৮), শাহজাহান আলীর স্ত্রী শাহনাজ বেগম (৩২), সাজেদুল ইসলামের স্ত্রী  আশা মনি (২৩), জয়দেবের স্ত্রী দিপালী রানী (২৮), তৈলক্ষ রায় (৩২), তৈলক্ষ রায়ে স্ত্রী শিখা রানী (৩২), জয়দেব রায় (৩০), কৃষ্ণ রায় (৩২), কৃষ্ণে রায়ের স্ত্রী  লিপি রায় (৩০), সুরেন্দ্র নাথের স্ত্রী মনোপতি রায় (৬০), তৈলক্ষ রায়ের মেয়ে জবা রানী (১৮), ও কৃষ্ণ রায়ের মেয়ে আলো রানী (১৮)’কে গ্রেফতার করা হয়।

 
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন প্রধান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীরা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে গোপনে বাড়ীতে যাতয়াত করত। মাদকসহ বিভিন্ন মামলার পলাতক আসামী। গ্রেফতারকৃতদের গত রবিবার সকালে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *