যশোর সদরের ধোপাখোলায় ট্রাক ও মাইক্রোবাস সং’ঘর্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতাসহ চারজন নি’হত হয়েছেন। তাদের মধ্যে একজন চট্টগ্রামের রাসাম চৌধুরী সাদমান। রবিবার (২৭ জুন) দুপুরে যশোর সদর উপজে’লায় সড়ক দুর্ঘ’টনায় মা’রা যান সাদমানসহ চার জন। তবে দুর্ঘ’টনায় নি’হত সাদমান ও গুরুতর আ’হত তার ফুফাতো ভাই সাহাব উদ্দিনের সঙ্গে থাকা গরু কেনার ৩৫ লাখ টাকার হদিস মেলেনি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নি’হতরা হলেন ছাত্রদলের সাবেক আইনবিষয়ক সম্পাদক রাসাম চৌধুরী সাদমান, মো. সৈয়দ, নাঈম ও জনি। আ’হত হয়েছেন মো. শাহাবুদ্দীন। তাকে যশোর জেনারেল হাসপাতা’লে ভর্তি করা হয়েছে। নি’হত সাদমানের বাবা ইকবাল চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। তিনি জানান, শনিবার রাতে চট্টগ্রাম থেকে প্রাইভেট’কারে করে পাঁচজন যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। কোরবানির ঈদকে সামনে রেখে গরু কেনার জন্যই তারা যশোর গিয়েছিল।
সাদমানের বড় চাচা রফিক চৌধুরী বলেন, কোরবানির গরু কেনার জন্য তারা ৩৫ লাখ টাকা নিয়ে গিয়েছিল। দুর্ঘ’টনার পর ওই টাকার কোনও হদিস মেলেনি। পু’লিশ বলেছে তারা ঘটনাস্থলে একটি মোবাইলফোন ছাড়া আর কোনও কিছু পায়নি। ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উ’দ্ধার করে, এরপর পু’লিশ ঘটনাস্থলে গিয়েছিল বলে জানিয়েছেন তারা। নি’হতরা যশোরের সাতমাইলের হাটে গরু কিনতে এসেছিলেন বলে স্থানীয়রা জানান।