ঢাকার মগবাজারে একটি ভবনে বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে। ওই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে এবং গুরুতর আহত ৬৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মোঃ রায়হান বিবিসি বাংলাকে জানিয়েছেন, এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আর বিভিন্ন হাসপাতাল মিলিয়ে ৬৬জন চিকিৎসাধীন রয়েছেন।
তবে রোববার রাতে ঢাকার মহানগর পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন যে, এই ঘটনায় সাতজন নিহত হয়েছে।