লালমনিরহাটের কালীগঞ্জে জমির সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষে নিজাম উদ্দিন টেরা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায়ের বিধায়মাল্লী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত নেসাব উদ্দিনের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এলাহী বখস, তার স্ত্রী মর্জিনা বেগম ও মোরছালীনকে (২০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের নিজাম উদ্দিনের সঙ্গে প্রতিবেশী এলাহী বখসের (৬০) জমির সীমানা বিরোধ দ্বন্দ্ব চলছিল । রোববার বিকেলে উভয়ের মধ্যে হাতাহাতির পর সংঘর্ষ হয়। এতে বৃদ্ধ নিজাম উদ্দিন বুকে ও মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এরপর সন্ধ্যায় তিনি বাড়িতে মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়