গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার ভাটগোপাল শেরপুর গ্রামের মেহেদি মিয়ার বাড়িসংলগ্ন নির্মাণাধীন দোকানঘর থেকে এটি উদ্ধার করা হয়। বাড়ির মালিক মেহেদি মিয়া বলেন, ‘আমার নির্মাণাধীন আধা পাকা দোকানঘরটিতে এখনো টিনের চাল দেওয়া হয়নি। শুধু চারপাশের ইটের দেয়াল নির্মাণ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে আমি ও আমার ছোট ভাই ওমর মিয়া ওই ঘরের দেয়াল পরিষ্কার করছিলাম। ওমর একপর্যায়ে ওই ঘরের ভেতরে ঢুকে আয়নার মতো চকচকে একটি বস্তু দেখতে পায়। বিষয়টি আমাকে জানায়। আমি বোমাজাতীয় কিছু মনে করে বিষয়টি পুলিশকে জানাই। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *