আজ বন্ধু সংস্থা’ গাইবান্ধার অফিসে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি আব্দুল হালিম আকন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মীর এম এম শামীম। তিনি উপস্থিত সদস্যদের মাঝে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন সরকার, সহ সভাপতি আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফু, সমাজ সেবা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকছুদ।