গাইবান্ধার গোবিন্দগঞ্জে এনটিভির ১৯তম বর্ষে পদাপর্ণ উপলক্ষে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৩ জুলাই) সকাল ১১টায় গাইবান্ধা জেলা প্রতিনিধি কৃষ্ণকুমার চাকীর উপস্থিতিতে উপজেলার থানা চারমাথা মোড়ে এ মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়।
মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও গোবিন্দগঞ্জ উপজেলার অধিকাংশ সাংবাদিকগণ।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দল লতিফ প্রধান করোনাভাইরাস প্রাদুর্ভাবরোধে দেশে চলমান সর্বাত্মক লকডাউনে উপজেলাবাসীকে সচেতন করতে সাংবাদিক সমাজকে ভূমিকা পালন করতে হবে। মহামারির এ ক্রান্তিলগ্নে এনটিভি চ্যানেলের পথচলার সফলতা কামনা করেন।
এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৯তম বর্ষে পদাপর্ণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ শুভেচ্ছা জানান। এনটিভির আগামীর পথচলা উজ্জ্বল হোক এ কামনায় উপজেলাবাসীকে সর্বাত্মক লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়র মুকিতুর রহমান রাফি এনটিভির শুভ কামনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলমান সংকটময় পরিস্থিতিতে পৌরবাসীকে সচেতন থাকার আহবান জানান।
এসময় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এমন মেহেদী হাসান এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাস্ক বিতরণ অনুষ্ঠানকে স্বাগত জানান। উপজেলায় চলমান লকডাউনে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের অবদান ও সহযোগিতা কামনা করেন।
মাস্ক বিতরণ অনুষ্ঠান উপলক্ষে গোবিন্দগঞ্জ পৌরশহরের বিভি