করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় কুড়িগ্রাম পৌরসভায় তৃতীয় দফায় বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম পৌরসভায় আক্রান্ত ৬০ শতাংশের মতো। ফলে পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৩০ জুন পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, কুড়িগ্রামে করোনার প্রকোপ বাড়ায় ১৭ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২৬ থেকে ৩০ জুন পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বিধিনিষেধের আওতায় কুড়িগ্রাম পৌরসভার দোকানপাট, শপিং মলসহ বিভিন্ন প্রকার ভাসমান ব্যবসায়ীর দোকান সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁগুলো সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শুধু পার্সেল আকারে/ অনলাইনে বিক্রি করতে পারবে। কোনোভাবেই কোনো ব্যক্তি হোটেল/ রেস্তোরাঁয় বসে খাবার খেতে পারবেন না। সীমান্ত এলাকায় অবৈধভাবে মানুষের চলাচল বিজিবি কঠোরভাবে নজরদারি করবে। কাঁচাবাজার, মাছবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বেচা–কেনা করা যাবে। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।কুড়িগ্রাম জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন হাবিবুর রহমান বলেন, জেলায় দুই সপ্তাহ ধরে করোনার সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যে ২৯ জন প্রাণ হারিয়েছেন। ২৫ জুন পর্যন্ত জেলায় ৯ হাজার ৮৪১ জনের পরীক্ষায় ১ হাজার ৫৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে