গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে ফুলবাড়ি ইউনিয়নে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন সফল করতে, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিল হতে কর্মহীন ১০০ জন শ্রমজীবি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা সহ ইউপি সদস্য বৃন্দ।