গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় রিভলবার ও সুটারগানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার আতাইকুলা থানার দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহন শেখের ছেলে রুহুল শেখ (৩৫) ও একই জেলার সাথিয়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আলম মোল্লা (৩৬)।
র‌্যাব জানায়, অস্ত্রধারী দুই যুবক দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসীকর্মকাণ্ড চালিয়ে আসছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে চন্দ্রা মোড় এলাকার ভাই বোন গ্রামীণ হোটেলের সামনে অভিযান চালায় র‌্যাব-১। র‌্যাবের অবস্থান টের পেয়ে পালানোর চেষ্টা করেন তারা।

ততক্ষণে কালিয়াকৈর পুলিশের একটি টহল টিম সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে থেকে একটি দেশীয় রিভলবার, একটি সুটার গান ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাটি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *