ভালোবাসার মানুষকে তো কতভাবেই বিয়ের প্রস্তাব দেওয়া হয়! কেউ চমকে দিতে ভালোবাসেন। কেউ আবার সোজাসাপটা বলে দেন। আবার কেউ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব নিয়ে সাড়ম্বরে প্রস্তাব দেন।

মেজর লিগ সকারে (এমএলএস) কাল হৃদয় উঞ্চ করে দেওয়ার মতো এমনই এক দৃশ্যের জন্ম দিয়েছেন মিনেসোটা এফসির খেলোয়াড় হাসানি ডটসন স্টেফানসন।

এমএলএসে সান হোসে আর্থকোয়াকসের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর মাঠের এক পাশে টাচ লাইনের সামনে চলে আসেন হাসানি ডটসন। দাগের ওপাশে দাঁড়িয়ে ছিলেন তাঁর প্রেমিকা পেত্রা ভুকোভিচ। ২০১৬ সাল থেকে ক্রোয়েশিয়ান এ নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি।

ওরিগন বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া চলাকালে দুজনের পরিচয়। সে যা-ই হোক, ভুকোভিচ মাঠে আসতেই সিনেমার মতো তাঁর সামনে এক হাঁটু মুড়ে বসে একটি আংটি উপহার দিয়ে বিয়ের প্রস্তাব দেন হাসানি ডটসন।

মিনেসোটা স্টেডিয়ামের গ্যালারিতে হাজার দর্শকের সামনে এ দৃশ্য আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভুকোভিচ আংটিটি হাতে পরে জড়িয়ে ধরেন হাসানি ডটসনকে। একে-অপরকে চুম্বনও করেন। এ সময় গোটা স্টেডিয়াম মুখর হয়ে ওঠে করতালি ও চিৎকারে।

নিজের ইনস্টাগ্রামে এ ঘটনার ভিডিও প্রকাশ করে হাসানি ডটসন লেখেন, ‘পছন্দ করেছি, তাই আংটি পরিয়েছি।

ভুকোভিচ নিজেও বিয়ের প্রস্তাব পাওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘আমার হৃদয়ে এখন যে তোলপাড় চলছে, তা প্রকাশের মতো কোনো ভাষা নেই। তোমার ভালোবাসা আমার জন্য আশীর্বাদ। যাদের চেষ্টায় এই দারুণ মুহূর্তের সৃষ্টি হয়েছিল, তাদের সবাইকে উষ্ণ অভ্যর্থনা।’ ঘটনাটির ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই জুটি কবে বিয়ে করেন, এখন সেটাই দেখার বিষয়।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *