বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে জুম মিটিংয়ে অংশ নেয়ায় ডেসটিনির এমডি রফিকুল আমিনকে কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) পাঠানো হয়েছে।

শনিবার বিকেল ৪টায় তাকে কারাগারে স্থানান্তর করা হয়। তাকে ৮৪ দিন পর হাসপাতাল থেকে কারাগারে নেয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার।

তিনি জানান, বিকেলে রফিকুল আমিনকে কারাগারে আনা হয়েছে। তিনি গত ১১ এপ্রিল থেকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসকের প্রেসক্রিপশনে রফিকুল আমিন ‘অসুস্থ’। কিন্তু হাসপাতালের প্রিজন সেল থেকে চুটিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তিনি। মোবাইল-ইন্টারনেট ব্যবহার করে জুম অ্যাপে নিয়মিত মিটিংও করেছেন রফিকুল আমিন।

তার জুম মিটিংয়ের দুটি ভিডিও সংবাদমাধ্যমের কাছে এসেছে। এর মধ্যে একটি চলতি বছরের মে মাসের এবং আরেকটি জুন মাসের।

রফিকুল আমিন ডেসটিনির মতোই নতুন আরেকটি এমএলএম ব্যবসার বিষয়ে আলোচনা করছেন। এরই মধ্যে সেই ব্যবসা শুরুও করেছেন বলে জুম মিটিংয়ের ভিডিওর মাধ্যমে জানা গেছে। ওই ভিডিও মিটিংয়ে তিনি ব্যবসার জন্য শিগগিরই ১৩০০ মার্কেটিং এজেন্ট নিয়োগের কথা বলেছেন।

জুম মিটিংয়ের রেকর্ড করা ভিডিওতে রফিকুল আমিন ‘মিস্টার এ’ নামে রেজিস্ট্রি করেছেন। তার প্রোফাইল ছবিতে ইংরেজি বর্ণের বড় হাতের ‘R (আর)’ লেখা ছিল। ব্যবসার বিষয়ে আলাপকালে তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ লিমিটেডের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে তাকে কথা বলতে শোনা গেছে।

 

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *