ওয়ার্কার্স পাটি বাংলাদেশ

স্টাফ রিপোটার:

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সারা উপজেলা মহামারি করোনা প্রতিরোধে সচেতনতা তৈরিতে মাক্স বিতড়ন কর্মসূচী মহিমাগঞ্জে উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭জুলাই বুধবার বিকেল ৩টায় এ কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা পার্টির সভাপতি জননেতা এম এ মতিন মোল্লা.প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পার্টির সাধারণ সম্পাদক জননেতা মিলন কান্তি সরকার.বিশিষ্ট ব্যবসায়ী উমর রাজ্জাক মন্ডল মিলন. যুব মৈত্রী সভাপতি আশরাফুল ইসলাম.সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া. জাতীয় কৃষক সমিতি নেতা জহুরুল ইসলাম.শ্রমিক নেতা আসাদুজ্জামান সরকার, কৃষক নেতা লূৎফর রহমান প্রমুখ।

আরও পড়ুন: বগুড়ায় ১৫ দিনব্যাপী বিসিক-অনলাইন পণ্য মেলা শুরু

প্রায় দুই ঘন্টা পায়ে হেঁটে ও পথসভা করে মাক্স বিতড়ন করা হয়।নেতৃবৃন্দ টিকা গ্রহন.মাক্স পড়া.সামাজিক দূরত্ব ও ঘরে অবস্থান করার আহ্বান জানান। সেই করোনা চিকিৎসা সহ কর্মহীন গরীব মেহনতী মানুষের দূনীতিমুক্ত খাদ্য সহায়তা প্রদান করার আহ্বান জানান। উপজেলার সব জায়গায় এ কর্মসূচী চলমান থাকবে বলে ঘোষনা করা হয়।

পোষ্টটি লিখেছেন: admin

এই ব্লগে 152 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *