সেনাবাহিনীর রংপুর ৬৬ ডিভিশনের উদ্যোগে করোনাকালীন দুর্যোগে ক্ষতিগ্রস্ত রংপুরসহ বিভাগের ৮ জেলায় এক হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম কামরুল হাসান।
এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আটা ও হুইল পাউডারসহ অন্যান্য সামগ্রী।
মেজর জেনারেল এস এম কামরুল হাসান বলেন, সেনাবাহিনী করোনাকালীন দুর্যোগে ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষদের সাহায্য করতে যথাসাধ্য চেষ্টা করছেন। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।