গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদের টাকা তসরুপের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শরিফুল ইসলাম নামের এক যুবক গুরত্বর আহত হয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছে শরিফুলের বড় ভাই শামছুল আলম সরকার।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ি গ্রামের ভুদলিয়া পাড়া জামে মসজিদ কমিটির বর্তমান ক্যাশিয়ার আমিনুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম। গত ২ জুলাই শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদের আগের কমিটির ক্যাশিয়ার একই গ্রামের মৃত আজিম উদ্দিন মন্ডলের ছেলে আবুল হোসেন মন্ডলের নিকট অর্থের হিসাব-নিকাশ চাইলে সে হিসাব-নিকাশ না দিয়ে উল্টা মারপিট, খুন-জখমসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।

এরই এক পর্যায়ে গত ৩ জুলাই সকালে পূর্ব পরিকল্পনা মোতাবেক আবুল হোসেন মন্ডল ও তার কথামত লোকজন চাইনিজ কুড়াল, হাসুয়া ও দেশীয় অস্ত্র নিয়ে শরিফুল ইসলামকে একা পাইয়া অতর্কিতভাবে আক্রমন করে এলোপাথারী মারপিট করে। এতে চাইনিজ কুড়ালের আঘাতে শরিফুল ইসলামের মাথা উপরিভাগ মারাত্বক কাটা জখম হয়ে গুরত্বর আহত হয়।

আহত শরিফুলকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শ.জি. মে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে শরিফুলের বড় ভাই শামছুল আলম সরকার বাদী হয়ে আবুল হোসেন মন্ডলসহ ৮ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছ।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *