ওয়েব দুনিয়ায় নাম লেখালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ৮ই জুলাই রাত ১২ টায় ওটিটি প্ল্যাটফরম জি-ফাইভে বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজটি। প্রথমবারের মতো মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় ফারিণ এই ওয়েবে কাজ করলেন।

সিরিজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। এর জন্য টানা তিন মাস অন্য সব কাজ থেকে দূরে ছিলেন বলেও জানান। অভিনেত্রীর ভাষ্য, আমার দুই বছরের ক্যারিয়ারের এটি অন্যরকম একটি কাজ বলতে পারি। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো বড় পরিসরের জন্য কাজ করলাম। নিজেকে দর্শকের সামনে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ পেয়েছি।

দর্শকরা কাজটি দেখলে নিরাশ হবেন না, বিশ্বাস করি। এদিকে ফারিণ বর্তমানে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। তবে চলতি লকডাউনে নিয়মিত শুটিং করছেন না। করোনা ও লকডাউনের কারণে বেশকিছু নাটকের শিডিউলও বাতিল করেছেন এই গ্ল্যামারকন্যা। সর্বশেষ গেল ৫ই জুলাই নির্মাতা শিহাব শাহিনের একটি নাটকে শুটিং করেন বলে জানান।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *