নীলফামারী জেলার সৈয়দপুরের প্রত্যন্ত এলাকায় হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা। বাবুই পাখি সাধারণত তালগাছের চূড়ায় বাসা বাঁধে। বাবুই পাখির বাসা গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী দৃশ্য।
তালগাছের পাতার নিচের অংশে বাসা তৈরি করে এ পাখি। বাসায় প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে একাধিক দরজা, বাসার ভেতর একটু গোবর রাখা হয়, তার ভেতর জোনাকি পোকার মাথাটি ঢুকিয়ে বাসা আলোকিত করা হয়।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, বৃক্ষ নিধন, অবাধে কীটনাশক ব্যবহার, শিকারিদের দৌরাত্ম্য এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এসব পাখি বিলুপ্তির পথে। তাই হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসাও।