কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছীতে ৬ বছরের এক শিশুকে জোরপুর্বক শ্লীলতাহানির অভিযোগে এক কিশোরকে আটক করেছে সদর থানা পুলিশ। অভিযুক্ত কিশোরের নাম সাইদ হাসান জিফু (১৪)।

জানা গেছে, গত ৯ জুলাই শিশুটি তার মা’সহ নানাবাড়ীতে বেড়াতে গেলে সে এ ঘটনার শিকার হয়। বর্তমানে শিশুটি আহত অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় মামলা হলে আটক কিশোরকে আদালতে নেয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০জুন তারিখে মেয়ে শিশুটির মা সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমোহনের চর নিজ বাড়ি থেকে একই উপজেলার পাঁচগাছী ইউনিয়নের দক্ষিণ সিতাইঝাড়ে বাবার বাড়িতে বেড়াতে যান। সেখানে অবস্থানকালিন দুপুর আড়াইটার দিকে নির্যাতিতা শিশুটি তার চাচাতো ভাই জাহিদসহ (৯) বাড়ীর আঙিনায় খেলছিল। এসময় প্রতিবেশী আব্বাস মিয়ার ছেলে সাইদ হাসান জিফু লুকোচুরি খেলার কথা বলে তাদেরকে জোরপূর্বক পার্শ্ববর্তী ভেলুরবাজার নুরাণি মাদ্রাসার পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে খেলার কথা বলে মেয়ে শিশুটির উপর শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এতে মেয়েটির আর্তচিৎকারে তার চাচাতো ভাই জাহিদ এগিয়ে আসলে তাকে ধাক্কা মেরে সটকে পড়ে জিফু। এর পরদিন শিশুটিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রবিবার সকালে মামলা হলে সদর থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে তাকে আদালতে নেয়া হচ্ছে।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *