মোঃ আল জাদিদ: দেশে আগামীকাল থেকে করোনার টিকাদান কর্মসূচি পুনরায় চালু হতে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম টিকা নেওয়ার আহবান জানিয়েছেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ আহবান জানান। নিজের আইডিতে তিনি লেখেন,” আগামীকাল থেকে চায়না সিনোফার্ম ভ্যাক্সিন দেওয়া শুরু হচ্ছে। তাড়াতাড়ি নিবন্ধন করুন, টিকা নিন”।
তবে যারা পূর্বে একটি ডোজও গ্রহন করেনি, তারাই এবার টিকা পাবে। তবে এবার, বয়স একটু শিথীল করা হয়েছে পুর্বের যেখানে ৪০ থেকে ৩৫ করা হয়েছে।
তাছাড়া উপযুক্ত কারণ দেখিয়ে সবাই এই টিকা নিতে পারবে।