গণচীনের সিনোফার্মের টিকা আগামীকাল সোমবার থেকে সারা দেশে দেয়া শুরু হবে। এ ছাড়া পরশু তথা মঙ্গলবার থেকে আমেরিকার মডার্নার টিকা দেশের ১২টি সিটি করপোরেশনে দেয়া হবে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন ঢাকার সাতটি কেন্দ্রে প্রবাসীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। কাল থেকে সিনোফার্মের এবং পরশু থেকে মডার্নার টিকা দেয়া হবে। ফাইজারের টিকাও চলমান থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে উল্লেখ করা হয়েছে, প্রবাসীরা আগামী পরশু থেকে ঢাকা ছাড়াও দেশের বাকি সিটি করপোরেশন থেকে মডার্নার টিকা নিতে পারবেন। ঢাকায় আসতে হবে না। পাশাপাশি সাধারণ নাগরিকও মডার্নার টিকা নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক শামসুল হক বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ যারা নিয়ে দ্বিতীয় ডোজ পাননি, তাদের আরেকটু অপেক্ষা করতে হবে। জুলাই বা আগস্ট মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *