বাড়ি থেকে শহরে ওষুধ কিনতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি। রোববার (১১ জুলাই) রাত ১০টার দিকে গাইবান্ধা শহরের পূর্বপাড়া হালিম বিড়ি কারখানার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি ওষুধ কেনার জন্য পুরাতন বাজারের দিকে মোটরসাইকেল নিয়ে রওনা দেন। গাইবান্ধা শহরের পূর্বপাড়া হালিম বিড়ি কারখানার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পরে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার জানান, গত দুমাস আগে পূর্বপাড়া গ্রামের নবাবআলীর ছেলে কাঞ্চনের সঙ্গে মোটরসাইকেল ওভারটেক নিয়ে রকির বাকবিতণ্ডা হয়। এরই জেরে এমন ঘটনা ঘটতে পারে।’ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তিনি।

গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মো. তোহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। আশা করি অল্প সময়ের মধ্যেই প্রকৃত কারণসহ হামলাকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *