গোবিন্দগঞ্জ পৌরসভার আট নম্বর ওয়ার্ড পান্থাপাড়া শাহ সুফী মুনসুর রহঃ ক্বওমী ও হাফেজীয়া মাদ্রাসা,এতিম খানা মসজিদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে করোনা স্বাস্থ্যবিধি মেনে ৮:৩০ এর ঈদের নামায পড়ার আহ্বান করেন অত্র মাদ্রাসার সভাপতি জননেতা শরিফুল ইসলাম তাজু, ভাইচ চেয়ারম্যান গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ।

কোরবানির পশু যেখানে সেখানে জবাই না করে সবাই মিলে একটি নিদিষ্ট স্থানে জবাই করে রক্ত ও বর্জ্য দ্রুত মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন যে, যদি এই ময়লা আর্বজনা সরিয়ে না ফেলা হয় তাহলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে। করোনা পরিস্থিতি রোধের জন্য তিনি দৈনিক ৫ ওয়াক্ত নামায পড়ার আহ্বান করেন।

তিনি বলেন দৈনিক পাঁচ ওয়াক্ত নামায পড়লে হাত, নাক, মুখ-মন্ডল সহ অন্যান্য অঙ্গ পরিষ্কার থাকে এতে, আমরা পরিষ্কার থাকতে পারব ও ভাইরাস থেকে দূরে থাকতে পারব। পরিষ্কার পরিছন্নতা ঈমানের অঙ্গ।

পরিশেষে, তিনি গোবিন্দগঞ্জ উপজেলা বাসীকে পবিত্র কুরবানি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

পোষ্টটি লিখেছেন: admin

এই ব্লগে 151 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *