গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(জাইকার)সহযোগীতায় আধুনিক পদ্ধতিতে বানিজ্যিক ভাবে দেশী মুরগী পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি,প্রোটিন জাতীয় খাদ্যের চাহিদা পূরন ও বেকার সমস্যা সমাধান”শীর্ষক”তিন দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
যা জুন মাসের ১৫ তারিখে সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিস অডিটরিয়মে উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(জাইকা)সংস্থার উপজেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম তাজুর সভাপতিত্বে এ প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাছুদার রহমার সরকার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার দে।এসময় বিভিন্ন ইউনিয়নের আগত প্রশিক্ষনে অংশ নেয়া শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।