স্টাফ রিপোটারঃ
কোভিড ১৯ আমাদের জীবন যাত্রার মান নিম্ন মুখী করলেও সুযোগ্য দেশনেত্রী মাননীয় শেখ হাসিনা গরিব মানুষের মুখে হাঁসি ফেটাতে আর্থিক সাহায্য করেছেন।

বর্তমানে সারা দেশে অ্যানালগ পদ্ধতি থেকে ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ঘরে বসেই টাকা উত্তলন করতে পারবে, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধিরা যারা কষ্টকরে ঘাম ঝড়িয়ে টাকা আদায় করত তাদের দীর্ঘ লাইনে দাড়ানোর সুযোগ নেই। এতে, মানুষজন মহা খুশি।

ভাতাভেগীদের শতাধিক ভাতা নিশ্চিত প্রকল্পে রংপুরের ডাক টিমকে গোবিন্দগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম জুয়েল এর সাথে কথা বললে তিনি জানায়, ৫২ হাজার ভাতাভোগীদের নগদ একাউন্ট নাম্বারে ৩০ জুনের আগেই টাকা পাঠিয়েছি। এখনো অনেকের টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ইএফটি সম্পন্ন হওয়ার অপেক্ষায় আছে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সকলের নগদ একাউন্ট নাম্বারে টাকা প্রদান সম্পন্ন হবে।
দ্রুত যাতে সবাই টাকা পায় সে বিষয়ে প্রতিদিন সমাজসেবা অধিদফতর এর টেকনিক্যাল টিমের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *