গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা রোড হতে দক্ষিণ দিকে ভিসির মোড় থেকে কালিকাডোবা ব্রিজ দিয়ে গুমোনিগঞ্জ ইউনিয়ন পরিষদের বুক চিড়ে দাড়িদহ হয়ে বগুড়া জেলার শিবগঞ্জে উপজেলা প্রবেশ করছে এই রাস্তা।
গোবিন্দগঞ্জ উপজেলার সীমানা রেখার দক্ষিণ পশ্চিমাংশ হতে প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষ চলাচল করে।
এই ব্যাস্ত রাস্তায় পরস্পর দুইটি গাড়ি কাটাকাটি করতে না পারার যাত্রীসহ গাড়ীর চালক দুর্ভোগে পরে। ব্যস্ত এই রাস্তা দিয়ে প্রতিদিন ২ শতাধিক যানবাহন চলাফেরা করে। এই যানবাহন গুলো চলা ফেরা করার ফলে রাস্তা ধসে পড়ছে।
এলাকার স্থানীয় জনগণকে রাস্তার সংকীর্ণতার বিষয়ে কথা বললে তারা জানায়, যে রাস্তায় জায়গার উপর বসতবাড়ি নির্মাণের ফলে রাস্তার এই দশা।
দ্রুত এই রাস্তার উন্নয়ন না করলে বড়সড় দুর্ঘটনার শ্বিকার হতে পারে। আমাদের গোবিন্দগঞ্জ পৌর মেয়র মহাদ্বয়ের কাছে তাদের একটাই দাবী রাস্তাটি যাতে দ্রুত উন্নয়ন করা হয়।