বাংলাদেশে ১০ টি ইনকাম সাইট এর মধ্যে ইসসাফ সেভেন অন্যতম। আমরা তো রোজই শুনি যে ৬০০ টাকা ইনভেস্ট করলে প্রতিদিন ১০ টাকা সেটা ১ টা ক্লিক করে ইনকাম। এখন আপনারাই বলেন ১টা এ্যাড দেখে আপনাকে কেউ ১০ টাকা দিবে? এটা তো প্লে প্যাকেজ।

আসুন বিস্তারিত জেনে নেই:

 

কোম্পানী  : INSAFE SAVEN ( ইনসাফ সেভেন )

 

এটি একটি সরকারী অনুমোদন প্রাপ্ত কোম্পানি বাংলাদেশী কোম্পানি।

সারা বিশ্বের যেকোন দেশে বসে এই কোম্পানি তে কাজ করার সুযোগ রয়েছে।

বিশেষ সুবিধা সমূহ ১০০ টাকা হলেই উঠাতে পারবেন উইথড্রো করতে পারবেন।

নিজের টাকা নিজে উঠাতে পারবেন নগত বা বিকাশে।

খুবই সুন্দর একটা ইনকামের সাইট

১০০% নিশ্চয়তা নিয়ে এই সাইটে কাজ করতে পারেন

একবার ইনভেস্ট করে ১০ জন কে রেফার করে লাইফ টাইম ইনকাম

ইনসাফ সেভেন এর রয়েছে ৪ ধরনের প্যাকেজ :

  • প্লেলে প্যাকেজ ইনভেস্ট 600 টাকা প্রতিদিন ইনকাম 10 টাকা 
  • নার্সারি প্যাকেজ ইনভেস্ট 2,000 টাকা প্রতিদিন ইনকাম 40 টাকা
  • মাধ্যমিক প্যাকেজ ইনভেস্ট 5,000 টাকা প্রতিদিন ইনকাম 100 টাকা
  • হাই প্যাকেজ ইনভেস্ট 10,000 টাকা  প্রতিদিন ইনকাম 200 টাকা

* আপনি যদি আপনার বন্ধু কে রেফার করেন তাহলে আপনার বন্ধুর প্যাকেজের ১০% আপনি রেফার বোনাস হিসাবে পাবেন।

আরও আছে আকর্ষণীয় রেফার বোনাস-

  • কাহারো প্রথম লেভেলে ১০ জন অর্থাৎ ডিরেক্ট ১০জন মেম্বার হলে তখন সে ১ স্টার মেম্বার হয়ে যাবে। এবং প্রতি মাসে ১ হাজার সম্মানী পাবে।এবং একাউন্ট এর মেয়াদ আনলিমিটেড হবে ।
  • কাহারো প্রথম লেভেলে ১০ জন আর ২য় এবং ৩য় লেভেল মিলিয়ে ১০০ জন মোট ১১০জন মেম্বার হলে সে ২ স্টার মেম্বার হয়ে যাবে। এবং প্রতি মাসে ৮ হাজার টাকা সম্মানী পাবে।এবং একাউন্ট এর মেয়াদ আনলিমিটেড হবে ।
  • কাহারো প্রথম লেভেলে ১০ জন আর ২য় এবং ৩য় লেভেল মিলিয়ে ১১০০ জন মোট ১১১০জন মেম্বার হলে সে ৩ স্টার মেম্বার হয়ে যাবে। এবং প্রতি মাসে ৩০ হাজার সেলারি পাবে।এবং একাউন্ট এর মেয়াদ আনলিমিটেড হবে ।
  • কাহারো প্রথম লেভেলে ১০ জন আর ২য় এবং ৩য় লেভেল মিলিয়ে ১১০০০ জন মোট ১১০১০জন মেম্বার হলে সে ৪ স্টার মেম্বার হয়ে যাবে। এবং প্রতি মাসে ৫০ হাজার টাকা সেলারি পাবে এবং প্রতি মাসে ফ্রি ট্রু পাবে। এবং একাউন্ট এর মেয়াদ আনলিমিটেড হবে ।
  • কাহারো প্রথম লেভেলে ১০ জন আর ২য় এবং ৩য় লেভেল মিলিয়ে ১১০০০০ জন মোট ১১০০১০জন মেম্বার হলে সে ডায়মন্ড স্টার মেম্বার হয়ে যাবে। এবং প্রতি মাসে ১ লক্ষ টাকা সেলারি পাবে এবং পবিত্র ওমরা হজ্ব পালন করার সুযোগ পাবে।এবং একাউন্ট এর মেয়াদ আনলিমিটেড হবে ।

ইনসাফ সেভেন এ আইডি করতে চাইলে নিচের লিংক এ ভিজিট করে ফ্রি তে আইডি করে দেখতে পারেন। আইডি করতে টাকা লাগবে না। নিজে নিজে আইডি খোলা যায়। এক্টিভ করতে চাইলে পরবর্তীতে আমার কাছ থেকে জয়েনিং ব্যালেন্স নিয়ে এক্টিভ করতে পারবেন।

 

★ কোম্পানীর বিজনেস: অনলাইন ট্রেডিং, ফ্যাক্টরী ও বিভিন্ন খামার।

পোষ্টটি লিখেছেন: admin

এই ব্লগে 152 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *