সরকার গার্মেন্টস কর্মী সহ সকল অফিস আদালত ছুটি দিয়েছে যাতে মহামারির সংক্রমণ কিছুটা রোধ করা যায়। বিশ্বাস করুন আপনাদের সাথে এমনটি করতে আমাদেরই সবচেয়ে বেশি খারাপ লাগে। তাই আসুন, সরকারকে সহায়তা করি।

মেয়ের বিয়ে হয়েছে ৭/৮ মাস আগে। আজ ছেলে পক্ষ আসবে তাই সামাজিক আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে প্রায় ৩/৪শত লোকের যেটি চলমান লকডাউনের পরেও করা যেতো। অবশেষে বুঝিয়ে এবং মুচলেকা নিয়ে আয়োজন বন্ধ করা হল, অর্থদন্ড প্রদান করা হল ৩০০০ টাকা।
ঘটনা সদর উপজেলার বোয়ালী ইউনিয়ন।

পোষ্টটি লিখেছেন: admin

এই ব্লগে 152 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *