মাহমুদ আল জাদীদ

বিশ্বের সমস্ত মুসলিমের জন্য আবারো খুলে দেওয়া হচ্ছে পবিত্র মক্কা-মদিনা। গতকাল (২৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

হারামাইন শরিফাইন পেজে দেওয়া ওই প্রেস রিলিজে বলা হয়, আগামী পহেলা মুহাররম (১০ আগষ্ট) থেকে আন্তর্জাতিক ওমরা চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ ঘোষণার মাধ্যমে বিশ্বের যে কোনো রাষ্ট্রের মুসলমানদের ওমরা পালনে আর বাঁধা রইলোনা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নয়টি দেশ ব্যতিত যেকোনো রাষ্ট্র তাদের ফ্লাইট সরাসরি সৌদি পাঠাতে পারবে। তবে ভারত, পাকিস্তান, ইন্দোনোশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবাননের অধিবাসীরা সরাসরি যেতে পারবেনা; বরং তাদেরকে তৃতীয় কোনো দেশে চৌদ্দ দিনের কোয়ারান্টাইন শেষ করে তারপর সৌদি যেতে হবে।

এছাড়াও টিকার দুই ডোজ সম্পন্ন করার শর্তও দেওয়া হয়েছে। এক্ষেত্রে ফাইজার, মোডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন এন্ড জনসন টিকাকে গ্রহনযোগ্য বলা হয়েছে। যারা ইতোপূর্বে চীনের আবিষ্কৃত টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছে, তাদেরকেও বোস্টার ডোজ হিসেবে উপরোক্ত টিকাগুলোর কোনো একটি নিতে বলা হয়েছে।

অবশ্যই ওমরা পালনকারীর বয়স আঠারোর উপরে হতে হবে। অন্যথায় আবেদন গ্রহণ করা হবেনা বলে জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও ওমরা পালনকারী ব্যক্তি নিজ দেশের এজেন্সির ভায়া না হয়েও সরাসরি সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়ের নিকট থেকে ভিসা কিনতে পারবে।

উল্লেখ্য, বিশ্বে করোনা ছড়িয়ে পরার পর আন্তর্জাতিকভাবে হজ ও ওমরা বন্ধ রেখেছিল সৌদি কর্তৃপক্ষ। গতকালের এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মুসলিমের পরম আরাধ্য মক্কা-মদিনা যাওয়ার সুযোগ পুণরায় তৈরি হতে চলেছে।

পোষ্টটি লিখেছেন: admin

এই ব্লগে 152 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *