কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাঁচ শিশুসহ ৯ রো‌হিঙ্গা‌ নাগ‌রিক‌কে আটক ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (২৮ জুলাই) সন্ধ‌্যায় ভারতীয় সীমান্ত এলাকা থে‌কে ফেরার প‌থে এ‌দের আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ ক‌রে ভ্রাম‌্যমান আদালত। ভূরুঙ্গামারী থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) আলমগীর হো‌সেন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পু‌লিশ জানায়, এরা সবাই সং‌শ্লিষ্ট রো‌হিঙ্গা ক‌্যাম্প থে‌কে পা‌লি‌য়ে ভূরুঙ্গামারী উপ‌জেলার সীমান্ত প‌থে ভার‌তে প্রবেশের চেষ্টা ক‌রছিল। কিন্তু বি‌জি‌বির কড়া নজরদা‌রি‌তে সীমান্ত অ‌তিক্রম কর‌তে ব‌্যর্থ হ‌য়ে ফি‌রে আসার সময় উপ‌জেলার তিলাই ইউ‌নিয়‌নের ছাট গোপালপুর এলাকার কাছুর মো‌ড়ে পৌঁছ‌ালে ভ্রাম‌্যমাণ আদালত তাদের আটক ক‌রে।

ভ্রাম‌্যমাণ আদাল‌তের বরা‌ত দিয়ে পু‌লিশ জানায়, লকডাউন কার্যক্রম বাস্তবায়নে মা‌ঠে থাকা ভূরুঙ্গামারী উপ‌জেলা সহকারী ক‌মিশনারের (ভূ‌মি) ‌নেতৃ‌ত্বে ভ্রাম‌্যমাণ আদালত একটি অটোরিকশায় কিছু লোককে গাদাগাদি করে যে‌তে দে‌খেন। এসময় অ‌টো‌রিকশা থা‌মি‌য়ে জিজ্ঞাসাবাদ করলে যাত্রী‌দের কথাবার্তায় আদাল‌তের সন্দেহ হয়। প‌রে জিজ্ঞাসাবাদে তারা জানায়, সলিম নামের এক ব্যক্তির মধ্যস্থতায় তারা ভারত যাওয়ার উদ্দেশ্য সীমান্ত পা‌ড়ি দি‌তে রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। পরে ভ্রাম‌্যমাণ আদালত তা‌দের থানায় সোপর্দ ক‌রে।

ও‌সি আলমগীর হো‌সেন জানান, আটক রোহিঙ্গা নাগ‌রিক‌দের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তা‌দের‌কে সং‌শ্লিষ্ট রো‌হিঙ্গা ক‌্যা‌ম্পে ফেরত পাঠা‌নোর ব‌্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *