স্ত্রী’র উপর অভিমান করে শয়ন ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে বগুড়া সদরের গোকুলে স্বামীর আত্নহত্যা।
জানা গেছে,বগুড়া সদরের গোকুল স্কুল পাড়ার জোবায়ের হোসেন এর ছেলে জিহান(২২) গত এক বছর পূর্বে বগুড়া শহরের কলোনীর মোসকান আকতার নামে একজন বিহারী মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে। গত ঈদুল আযহার পূর্বে স্বামী স্ত্রীর মধ্যে মনমানিল্য হলে তার স্ত্রী মোসকান আকতার তার বাবার বাড়ী চলে যায। তাকে নিয়ে আসার জন্য স্বামী জিহান বারবার চেষ্টা করে ব্যর্থ হয়। জিহানের পারিবারিক সূত্র জানান, গত রবিবার প্রতিদিনের ন্যায় জিহান তার শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। তাদের ধারনা স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলে সকলের অজান্তে নিজ শয়ন ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরদিন সোমবার বগুড়া সদর থানা পুলিশ জানতে পেয়ে থানার এস আই শরিফ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।