গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামের দাদন ব্যবসায়ী, কুখ্যাত সন্ত্রাসী লেবু মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা ২ আগষ্ট/২০২১ ইং সোমবার দুপুর ১২.০০ টায় মোঃ সবুজ মিয়া পিতাঃ মোঃ হোসেন আলী শেখ তার পৈত্রিক জমিতে হাল চাষ করতে গেলে লেবু সহ তার বাহিনী লাঠি,ছোরা,দা সহ মারাত্নক অস্ত্র সস্ত্র নিয়ে বাঁধা দেয় এবং খুন,জখম সহ বিভিন্ন হুমকি দিয়ে চাঁদা দাবি করে। তিনি আরও বলেন , এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ত্রাসীদের কবল থেকে লাঠিসহ দেশীয় অস্ত্র সত্র জব্দ করেন।
সেই থেকে সবুজ ও তার পরিবার সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।
সংবাদ সম্মেলনে তার পিতা হাসান শেখও মাতা অমিছা বেগম উপস্থিত ছিলেন। ৪ই আগষ্ট বুধবার রাতে এ সংবাদ সম্মেলন বাংলাদেশ প্রেসক্লাব গোবিন্দগঞ্জ শাখা কার্যালয়ে অনুষ্টিত হয়। এ সম্মেলনে সবুজ ও তার পরিবারের পক্ষ থেকে মামলা রেকর্ড ও দাদন সন্ত্রাসী লেবু মিয়াকে দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।
