গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ গোহাটি পাড়ায় মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি নিজ ঘরে বিদ্যুতের বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। লিটন ওই মহল্লার মংলুর ছেলে ।

নিহত লিটনের ভাতিজা শাহারুল হোদা রিপন জানান, তিনি বিদ্যুৎতের মেইন লাইন বন্ধ না করেই নিজ ঘরে বাল্ব পরিবর্তন করছিলেন।
সেখানেই তিনি বিদ্যুৎস্পৃস্ট হয়ে দীর্ঘক্ষণ ঝুঁলে থাকেন।
পরে পরিবারের লোক জন তাকে ঝুলন্ত অবস্থায় থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার শামীম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *