শিক্ষাবোর্ড জানায়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে নির্ধারিত ফি নির্ধারণ করেছে সরকার। এবার বিজ্ঞান বিভাগে ১১৬০ টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ১০৭০ টাকা ফরম পূরণ ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে পরীক্ষার্থী মুনতাহা মুনা বাংলাদেশ জার্নালকে বলেন, আমার কলেজে যারা উপবৃত্তির টাকা পাই তাদের জন্য শুধু ১০৬০ টাকা নিচ্ছে কলেজ। আর যারা পায় না তাদের থেকে বেশি টাকা নেয়া হচ্ছে।
এইচএসসি পরীক্ষার্থী তাসরিফা খান পুষ্প বলেন, আমি একটি বেসরকারি কলেজে পড়ি। আমার আগের বেতনসহ ফর্ম পূরণে ১৫ হাজার ৬০০ টাকা দাবি করেছে কলেজ। কিন্তু এত টাকা পরিশোধ করে আমার এইচএসসি পরীক্ষা দেয়া সম্ভব হবে না। তিনি বলেন, এ বিষয়ে শিক্ষার্থীদের একটি অনলাইন ফর্ম পূরণের বিষয়ে অভিযোগের পাতাও আছে। সেখানে সে কত টাকা বেশি দিয়েছেন তা জানাতে বলা হয়েছে। তবে অভিযোগ করতে শিক্ষার্থীদের রোল ও নাম চাওয়া হয়েছে। যে কারণে অনেক শিক্ষার্থীই অভিযোগ করতে সাহস পাচ্ছেন না।
এদিকে শিক্ষাবোর্ড জানায়, করোনার কারণে এ বছর (২০২১) কোনো নির্বাচনী বা টেস্ট পরীক্ষা হবে না। তাই টেস্ট পরীক্ষা সংক্রান্ত কোনো ফি নেয়া যাবে না বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। কোনো প্রতিষ্ঠান এসব আইন অমান্য করলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। অননুমোদিত রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীকে ফরম পূরণ করালে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই তা বাতিল করা হবে।
খোঁজ নিয়ে জানা যায়, বোর্ডের এমন ঘোষণার পরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠান টেস্ট পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও ফরম পূরণে অনৈতিকভাবে অতিরিক্ত অর্থ নিচ্ছে।
এইচএসসি পরীক্ষার্থী উচ্ছ্বাস আহমেদ বলেন, আমি এইচএসসি ২০২১ ব্যাচের একটি কমিউনিটির প্রতিনিধি। শুধু এইচএসসি ফরম পূরণ নয়, অ্যাসাইনমেন্ট বাবদ অনেক কলেজ বিভিন্ন উপায়ে শিক্ষার্থীদের শোষণ করছে। ফরম পূরণের অতিরিক্ত টাকা তো নিচ্ছেই এছাড়াও অ্যাসাইনমেন্ট বাবদ প্রতিষ্ঠান ভেদে ৫০০-৬০০ টাকা দাবি করছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।