সারা দেশে ইউনিয়ন এবং পৌরসভা পর্যায়ে সরকার করোনাভাইরাস প্রতিরোধে গণটিকা কার্যাক্রর্ম শুরু করে। এরই আলোকে দিনাজপুর হাকিমপুর পৌরসভার কর্মচারীদের টিকা নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন পৌরসবার মেয়র জামিল হোসেন। টিকা না নেওয়ায় পৌরসভার কর্মচারীদের বেতন বন্ধ করে দিয়েছেন মেয়র। এ ছাড়া গণটিকা কার্যক্রমের পর জনগণকে টিকার কার্ড প্রদর্শন করে সেবা প্রদান করা হবে বলে ঘোষণা দেন তিনি।

দিনাজপুর সিভিল সার্জন এর তথ্য মতে, দিনাজপুর জেলায় ১০৩টি ইউনিয়নে ১০৩টি এবং ৫টি পৌরসভায় ৪৮টি কেন্দ্র খোলা হয়। ইউনিয়ন কেন্দ্রগুলোতে ৬০০ জন এবং পৌরসভা কেন্দ্রগুলোতে ২০০ জন করে মোট ৭১ হাজার ৪০০ জনকে টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। কিন্তু জেলায় গত ৪ আগস্ট ভ্যাক্সিন আসে ৪৪ হাজার এবং বৃহস্পতিবার রাতের মধ্যে আসে আরো ৩০ হাজার। গত ৭ আগস্ট এ জেলায় ৪৩ হাজার ১০০ জনকে টিকা দেওয়া হয়েছে।

এ বিষয়ে হাকিমপুর পৌসভার মেয়র জামিল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, টিকা না নেওয়ার কারণে ইতোমধ্যে এ পৌরসভায় কর্মচারীদের বেতন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা টিকা নিয়েছেন তাদের বেতন দেওয়া হচ্ছে। সরকার ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে জনগণ যাতে টিকা নিতে পারেন সেজন্য গণটিকা কার‌্যক্রম শুরু করেছে। গণটিকা কার‌্যক্রম শেষ হলে পৌরসভায় সেবা গ্রহণ করতে এলে টিকার কার্ড প্রদর্শন করতে হবে। অন্যথায় সেবা প্রদান করা হবে না।

মেয়র আরো বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমরা প্রথম ধাপে পৌরসভাতে ‘নো মাস্ক নো সার্ভিস’ কার্যক্রম চালু করা হয়েছিল। এবার গণটিকা দেওয়ার পরে আরেকটি কার্যক্রম চালু করা হবে সেটি হলো ‘নো করোনা টিকা সার্টিফিকেট নো সার্ভিস’। এটি আগে থেকেই বলা হচ্ছে। অল্পদিনের মধ্যেই এ কার্যক্রম চালু করা হবে।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *