জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, দপ্তর ও বিভাগ আগামীকাল ১১ আগস্ট বুধবার থেকে খোলা থাকবে। তবে এ সময় সরাসরি শিক্ষা-কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন: পলাশবাড়ীতে ১ কেজি গাজা’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে জারিকৃত প্রজ্ঞাপনের নিমিত্তে আগামী ১১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ, দপ্তর সরাসরি স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে সরাসরি শিক্ষা-কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইনে শিক্ষা বিষয়ক সব কার্যক্রম যথারীতি চালু থাকবে।