গাইবান্ধা জেলারগোবিন্দগঞ্জে করোনার এই মহামারীর ক্রান্তিলগ্নে পরিস্থিতি বিবেচনা করে এই আয়োজন করা হয়। বর্তমান শিশু ও কিশোর কিশোরিরা স্কুল বন্ধ থাকায় ঘরে বসে পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, তাই কিশোর কিশোরীদের পুনরায় আগ্রহ সৃষ্টির লক্ষে এই আয়োজন করেছেন ‘চাঁদের আলো’ সংস্থার সদস্যবৃন্দ। এই সংস্থার উদ্দোগে ৩য় শ্রেনি থেকে ১০ম শ্রেণির শিক্ষাথীদের সাস্থবিধি মেনে আর্ট ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করেছেন প্রতিনিয়ত,

এই প্রতিযোগিতায় গোবিন্দগঞ্জ উপজেলার শুধুমাত্র পৌরসভার প্রতিটি ওয়ার্ড এর শিশুরা অংশগ্রহণ করতে পারবে, অভিভাবকদের অতিসত্বর যোগাযোগের জন্য আহ্বান করেছেন সংস্থার পরিচালক ডা. মোছাঃ রোকশানা খাতুন ।

যোগাযোগ – ডা. মোছাঃ রোকশানা খাতুন ।
মোবাইল নং- ০১৬৭৬১১৬৬৪৯
শেষ তারিখ – ২০/০৮/২১ইং

ঠিকানাঃ ঝিলপাড়া, অফিস- গোবিন্দগঞ্জ বি এম বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শে ।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *