গাইবান্ধা শহরের খানকাশরীফ এলাকা থেকে বুধবার দুপুরে ছানাসহ পাঁচটি পাতিসরালি হাঁস ও পাঁচটি দেশি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। একটি পরিবেশবাদী সংগঠন ও বন বিভাগ যৌথভাবে এসব প্রাণী উদ্ধার করে।
প্রাণীগুলো উদ্ধারের পর পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড ইনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি জিসান মাহমুদ বলেন, বুধবার দুপুরে শহরের খানকাশরীফ এলাকায় এক ব্যক্তি তাঁর দোকানে ছানাসহ পাঁচটি পাতিসরালি হাঁস ও পাঁচটি কচ্ছপ অবৈধভাবে বিক্রি করার জন্য রেখেছিলেন। তাঁরা বিষয়টি জানতে পেরে গাইবান্ধা বন বিভাগের রেঞ্জার আবদুস সবুরকে জানান। পরে তীর এবং বন বিভাগ যৌথভাবে ওই এলাকায় গিয়ে প্রাণীগুলোকে উদ্ধার করে।
প্রাণীগুলো উদ্ধারের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা বন বিভাগের প্রতিনিধি বসির আহমেদ, তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি জিসান মাহমুদ, সহসভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ জাহিদ রায়হান, দপ্তর সম্পাদক আবদুর রহমান এবং কার্যকরী সদস্য সাহরিয়া নাজিম ও সাব্বির রহমান।

তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি জিসান মাহমুদ বলেন, তীর একটি স্বেচ্ছাসেবী পরিবেশবাদী ছাত্রসংগঠন। সংগঠনের সদস্যরা উত্তরাঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণে ২০১১ সাল থেকে কাজ করে আসছে।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *