সৈয়দপুর উপজেলায় বজ্রপাতে মন্টু (৪১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে ৪টার দিকে সৈয়দপুর উপজেলা কাশিরাম বেলপুকুর ইউনিয়নের খানপাড়াগ্রামে। তিনি একই গ্রামের মৃত্যু হসির মাহামুদের ছেলে।
সৈয়দপুর উপজেলা কাশিরাম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনজু আরা জানান, বিকাল ৪টার দিকে মন্টু মিয়ার তার চাষাবাদকৃত ধানক্ষেত কাজ করছিল। এসময় বিকট শব্দে আকাশে বিজলি চমকালে মন্টুর গায়ে আছরে পড়ে। ঘটনাস্থানে মৃত্যুবরণ করেন।
কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান নুর নবী সত্যতা নিশ্চিত করে বলেন, মন্টু ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।