মাধ্যমিক শিক্ষার্থীদের একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। সঙ্গে স্থগিত থাকা অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবার শুরুর নির্দেশনাও দিয়েছে মাউশি। গত বুধবার অধিদপ্তরের ওয়েবসাইটে এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
আরও পড়ুন : সৈয়দপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
গত বছরের মতো এ বছরও ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। গত ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম একসঙ্গে শুরু হয়।
এরপর করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধিনিষেধের কারণে তা কয়েক দফায় স্থগিত ছিল। এরপর মাউশির নির্দেশনায় অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবার শুরু হলো।
জানা গেছে, গত বছরের মতোই ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন : Class 6-9 assignment rangpurerdak