শারাফাত হাসান শান্ত,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার শংকর মাধবপুরের
আঃ (সামাদের নাতি), হোসেন আলী (২০)
১৫ আগষ্ট ঘাস কেটে আনতে নদী সাঁতারায়ে পার হতে গিয়ে তলিয়ে যায়।।।।।।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উদ্ধার কাজে সফল হতে পারেননি! আজ(১৬ আগষ্ট) দুপুর দেড় টায় মৃত্যু উদ্ধার করা সম্ভব হয়েছে। বাবা মা তার সন্তান কে শেষ বারের মতো দেখার সুযোগ পেলো।বিলপাড়ার পূর্বে জামাল ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশে লাশ ভেসে উঠেছে, সেখান থেকেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে।।।