রংপুরে গত ২৪ ঘণ্টায় মোট ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫২৯ জনের নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ ধরা পড়েছে, যাতে শনাক্তের হার ১৮ দশমিক ৯০.০০ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন আরও সাতজন। আজ সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার ৩, ঠাকুরগাঁওয়ের ২, রংপুর ও কুড়িগ্রামের ১ জন করে রয়েছেন।
আমাদের সাথে থাকতে সাবস্কাইব করুন : ক্লিক করুন
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন ৭ জন নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ১১১। তাঁদের মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩১০ জন, দ্বিতীয় সর্বোচ্চ রংপুরের ২৬১, ঠাকুরগাঁওয়ের ২২০, পঞ্চগড়ের ৬৬, নীলফামারীর ৭৮, লালমনিরহাটের ৫৮, কুড়িগ্রামের ৬১ ও গাইবান্ধার ৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আমাদের সাথে থাকতে ফলো করুন : ক্লিক করুন
তাঁদের মধ্যে রংপুর জেলার ২০, দিনাজপুরের ৩৪, কুড়িগ্রামের ৩, নীলফামারীর ৩, ঠাকুরগাঁওয়ের ১২, গাইবান্ধার ৯, পঞ্চগড়ের ১০ ও লালমনিরহাটের ৯ জন। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা ৫০ হাজার ৫৫০।
আরও পড়ুন : ঘাস কেটে আনতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।