গাইবান্ধা সদর পৌরসভার মেয়র মতলুবর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার জেরে লাইসেন্স নবায়ন না করার অভিযোগ তুলেছেন অত্র পৌরসভার কয়েকজন ঠিকাদার। গতকাল সোমবার (১৬ আগষ্ট ২০২১) গাইবান্ধা গণগ্রন্থাগার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়। তবে এ বিষয়ে মেয়র বলেছেন, সিন্ডিকেট ভেঙে সবার কাজ পাওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।
আমাদের খবর ভিডিও আকারে পেতে সাবস্কাইব করুন: ক্লিক করুন
গতকালের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জোহা অ্যান্ড সন্সের মালিক সরদার মো. শাহীদ হাসান। তিনি জেলা যুবলীগের সভাপতি। সংবাদ সম্মেলনে এ সময় আরও ১০ জন ঠিকাদার উপস্থিত ছিলেন।
সরদার মোঃ শাহীদ হাসান বলেন, গত পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় বর্তমান মেয়র প্রতিহিংসার বশে তাঁদের সঙ্গে এমন করছেন। তাঁদের বিভিন্ন কাজের বিলও দেওয়া হচ্ছে না।সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতি অর্থবছরে লাইসেন্স নবায়ন করতে হয়। কিন্তু মেয়র ৩০ জন ঠিকাদারের লাইসেন্স নবায়ন করেননি। এসব ঠিকাদার গত পৌরসভা নির্বাচনে মতলুবর রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ মাসুদ জাহাঙ্গীরের পক্ষে কাজ করেন। এ কারণে বর্তমান মেয়র প্রতিহিংসার বশে এসব ঠিকাদারের লাইসেন্স নবায়ন করছেন না।
আমাদের আপডেট জানতে ফলো করুন: ক্লিক করুন
সরদার মোঃ শাহীদ হাসান বলেন, বিধিমালা অনুযায়ী কোনো ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণিত না হওয়া পর্যন্ত লাইসেন্স নবায়ন না করার নিয়ম নেই। তাঁদের কারও বিরুদ্ধে অভিযোগ না থাকা সত্ত্বেও পৌর মেয়র বিভিন্ন টালবাহানা করে লাইসেন্স নবায়নে সময় ক্ষেপণ করছেন।
আরও পড়ুন : ঘাস কেটে আনতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু
সংবাদ সম্মেলনে বলা হয়, ২৫ আগস্ট লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) দরপত্র গ্রহণের কথা রয়েছে। ওই দরপত্রে অংশগ্রহণ থেকে দূরে রাখতেই পৌর মেয়র এমনটা করছেন। অবিলম্বে লাইসেন্স নবায়ন করা না হলে মেয়রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের বিষয়ে গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান বলেন, তিনি নিজেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
নৌকার পক্ষে কাজ করায় লাইসেন্স নবায়ন করা হচ্ছে না, এমন অভিযোগ ভিত্তিহীন। পৌরসভায় মোট ৭৬ জন ঠিকাদার আছেন। তাঁদের মধ্যে মাত্র চারজন ঠিকাদার গত পাঁচ বছরে সিন্ডিকেট করে কাজ করেন। অন্য ঠিকাদারেরা কাজ থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি কাজ না করেও কয়েকজন ঠিকাদারের বিল তোলার নজির আছে। তিনি দায়িত্ব নেওয়ার পর এসব অনিয়ম দেখে সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছেন। অভিযোগকারী ঠিকাদারেরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন সময় সিন্ডিকেট করে কাজে অনিয়ম ও গাফিলতি করেছেন।
ঠিকাদারদের সিন্ডিকেট প্রসঙ্গে সরদার মো. শাহীদ হাসান বলেন, মতলুবর রহমান গত পাঁচ বছর কাউন্সিলর ছিলেন। তখন তো তিনি এ নিয়ে প্রতিবাদ করেননি।