রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে । একই সময়ে ১ হাজার ৭৬ জনের নমুনা পরীক্ষায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৮৭। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৫৯৯। আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্র হতে জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনা সংক্রমণে মারা যাওয়া ৪ জনের মধ্যে রংপুর জেলার ২ জন, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ১ জন করে আছেন। বিভাগে এ নিয়ে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২১।
আমাদের খবর ভিডিও আকারে পেতে সাবস্কাইব করুন: ক্লিক করুন
বর্তমানে দিনাজপুর জেলার ৩১০, রংপুরের ২৬৪, ঠাকুরগাঁওয়ের ২২১, পঞ্চগড়ের ৬৯, নীলফামারীর ৭৮, লালমনিরহাটের ৫৮, কুড়িগ্রামের ৬২ ও গাইবান্ধার ৫৯ জন করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন।
আমাদের আপডেট জানতে ফলো করুন: ক্লিক করুন
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার ৩৫ জন, দিনাজপুরের ৩১, কুড়িগ্রামের ৩০, নীলফামারীর ২০, ঠাকুরগাঁওয়ের ২৪, গাইবান্ধার ১৬, পঞ্চগড়ের ৩৪ ও লালমনিরহাটের ১৩ আছেন। করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।