রংপুরের ডাক

বগুড়া জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার ডিসির সরকারি নম্বর থেকে দুজন উপজেলা চেয়ারম্যানসহ কয়েকজনকে কল করে চাঁদা দাবি করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জিডির খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতারক চক্রকে খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আমাদের খবর ভিডিও আকারে পেতে সাবস্কাইব করুন: ক্লিক করুন

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সরকারি নম্বর থেকে আমার ফোনে কল আসে। এ সময় অপর প্রান্ত থেকে বলা হয়, মন্ত্রণালয়ের সরকারি প্রকল্পে বরাদ্দ নিতে চাইলে টাকা দিতে হবে। জেলা প্রশাসকের কণ্ঠ আগে থেকে চেনা হওয়ায় সন্দেহ হলে পরিচয় জানতে চাই। এতে সঙ্গে সঙ্গে ফোন কেটে দিলে বিষয়টি জেলা প্রশাসককে জানাই।’

আমাদের আপডেট জানতে ফলো করুন: ক্লিক করুন

বগুড়ার ডিসি মো. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, তাঁর সরকারি দুটি মুঠোফোন নম্বরের মধ্যে ০১৭১৩ কোডের একটি নম্বর ক্লোন করা হয়েছে। দুদিন ধরে সরকারি এই নম্বর থেকে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে কৌশলে চাঁদা দাবি করা হচ্ছে। শিবগঞ্জ ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ তিন ব্যক্তি বিষয়টি তাঁকে জানান। প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন:

ডুয়েট ভর্তি পরীক্ষার দিনক্ষণ আরেক দফায় বাড়াল

বগুড়া জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জি এম রাশেদুল ইসলাম বলেন, নম্বর ক্লোন করে চাঁদা দাবির ঘটনায় বাবর আলী নামের এক কর্মচারী বাদী হয়ে মঙ্গলবার বগুড়া সদর থানায় জিডি করেন।

 

পোষ্টটি লিখেছেন: admin

এই ব্লগে 152 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *