শ্যামল রায় বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাংগা এলাকার নেপাল রায়ের ছেলে।লেখাপড়া না জানলেও কথায় কথায় ইংরেজি বলেন শ্যামল।তাঁর ‘হ্যাভ অ্যা রিলাক্স,সি-ইউ,নট ফর মাইন্ড’ উক্তিটি ফেসবুকে ভাইরাল হয়।উক্তিটি মূলত তাঁর এক সাক্ষাৎকার থেকে নেয়া।মূলত: এই একটি উক্তির কারণেই সাক্ষাৎকারটি ভাইরাল হয়ে যায়।এক নামে পরিচিত হয়ে ওঠেন শ্যামল বাবু।
এবার তিনি আবিষ্কার করলেন গানের। তার গান কতটা দর্শকের মন ছুয়ে যায় সেটা দেখবার পালা তিনি গানের আগেই বলে দিয়েছেন যে হিরো আলমকে টপকে দিবেন, দেখা যাক কি হয়? গানের শিরোনাম “আমি যে বাংলার হিরো শ্যামল” পরিবেশনায় মাই টুন মিউজক।
শ্যামলদার গান শুনতে এখানে ক্লিক করুন : আমি যে বাংলার হিরো শ্যামল