দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাঘপুর চয়নপাড়া গ্রামে গতকাল ২১ শে আগষ্ট শনিবার দুপুরে মুরগি চুরির অপবাদ দেওয়ায় এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। ওই স্কুলছাত্রের নাম মোরসালিন (১৭)। সে নূরল মজিদ হাইস্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী কৃষক মোহাম্মদ হোসেন শুক্রবার মোরসালিনকে মুরগি চুরির অপবাদ দেন। এরপর ওই দিন বিকেলে স্থানীয় ফকির বাজারে চুল কাটাতে গেলে কিছু যুবক মোরসালিনকে ঘেরাও করে লাঞ্ছিত করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটিও হয়।
শনিবার সকালে দীর্ঘ সময় মোরসালিনের ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপর তাঁরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের ছাদের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মোরসালিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।