ঠাকুরগাঁওয়ে মুজিব বর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল করে পরিচিতদের তুলে দেওয়ার অভিযোগে মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে আটক করেছে পুলিশ। আজ রোববার বেলা দেড়টার দিকে সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদিহাটের ধনিবস্তি গুচ্ছগ্রাম থেকে রুবি আক্তার (৩২) নামের ওই নেত্রীকে আটক করা হয়।রুবি আক্তার সদর উপজেলার চিলারং ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন : হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী আর নেই
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সদর উপজেলার চিলারং ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ২১৭টি ঘর রয়েছে। এর মধ্যে আলাদিহাট ধনিবস্তি আশ্রয়ণ এলাকায় রয়েছে ৫৬টি ঘর। ওই প্রকল্প এলাকায় আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগম নামের তিন নারীকে তিনটি ঘর বরাদ্দ দেওয়া হয়।
আমাদের আপডেট জানতে ফলো করুন: ক্লিক করুন
আঞ্জু আক্তার অভিযোগ করেন, তিনি ভূমিহীন হিসেবে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর পান। কিন্তু মহিলা ইউপি সদস্য রুবি আক্তার তাঁকে মারধর করে সেই ঘর বের করে দেন। পরে তিনি রাহিলা বেগম নামের একজনকে ওই ঘরে তুলে দেন।
আরেক ভুক্তভোগী লাইলী বেগম বলেন, বরাদ্দের তালিকায় নাম থাকার পরও তাঁদের ঘর থেকে বের করে দিয়ে নারী ইউপি সদস্য তাঁর পরিচিত লোকজনকে ঘরে তুলে দেন। তাঁদের ঘরে তুলে দেওয়া দুজনের অন্য আশ্রয়ণ প্রকল্প এলাকায় ঘর রয়েছে। আর একজনের ঘর-বাড়িসহ অনেক জমিজমা রয়েছে।
আমাদের খবর ভিডিও আকারে পেতে সাবস্কাইব করুন: ক্লিক করুন
এমন অবস্থায় আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে আজ দুপুরে ইউএনও আবদুল্লাহ আল মামুন আশ্রয়ণ প্রকল্প এলাকায় যান। সেখানে গিয়ে ভুক্তভোগী ও বাসিন্দাদের সঙ্গে ঘটনাটি নিয়ে কথা বলেন। এরপর প্রধানমন্ত্রীর উপহারের ঘর দখল করে সেখানে পরিচিতদের তুলে দেওয়ার অভিযোগে রুবি আক্তারকে আটক করা হয়।
এ সময় রুবি আক্তার দাবি করেন, যাদের জমি-ঘর কিছুই নেই, প্রধানমন্ত্রী তাঁদের জন্য এই ঘর বরাদ্দ দিয়েছেন। কিন্তু ইউপি চেয়ারম্যান ও সদস্যরা টাকার বিনিময়ে ঘর পাওয়ার অযোগ্যদের ঘর দিয়েছেন। তিনি ভূমিহীন পরিবারকে সেই ঘরে তুলে দিয়ে অন্যায় করেননি।
তবে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী এই অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দে অনিয়মের সুযোগ নেই। ঘটনাটি শুনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দখল হয়ে যাওয়া ঘর উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে বুঝিয়ে দিয়েছেন।
ইউএনও আবদুল্লাহ আল মামুন বলেন, ওই নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পাওয়া লোকজনকে মারপিট করে তালা ভেঙে ঘর দখল নিয়ে পরিচিতদের ঢুকিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এটা একটি ফোজদারি অপরাধ। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, আটক রুবি আক্তারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।